মৌলভীবাজারে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি
নারী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশ্বস্বীকৃতি পেয়েছেন

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>মৌলভীবাজারে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি</span> <br/> নারী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশ্বস্বীকৃতি পেয়েছেন

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ছোট মেশিন একটি পরিবারে বড় পরিবর্তন আনতে পারে। নারী উন্নয়ন ফোরাম সমাজের দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। সরকার বিভিন্ন উপকরণ দিয়ে তাঁদের সহযোগিতা করছে। মহিলারা প্রশিক্ষণ নিয়ে আন্তরিকতার সহিত কাজ করলে পরিবারে স্বচ্ছলতা আসে। দারিদ্র দূর হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে ব্যাপক কাজ করে বিশ্বস্বীকৃতি অর্জন করেছেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে জুড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত অসহায় ও বেকার মহিলাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও আব্দুল হান্নানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ফোরাম সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা। অনুষ্ঠানে দশজন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

মৌলভীবাজার প্রতিনিধি