উয়েফা নেশন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ফাইনালে উঠেছে পর্তুগাল।

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৯

উয়েফা নেশন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ফাইনালে উঠেছে পর্তুগাল।

পোর্তোয় নিজেদের মাঠে বুধবার রাতে সেমিফাইনালে সুইজাল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় পর্তুগাল।

ম্যাচের ২৫তম মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর শেষ দিকে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই সুপারস্টার।

৫৭তম মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ডি-বক্সে ফাউলের ঘটনায় প্রথমে পর্তুগালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু পরে ভিডিও ভিএআর প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় কয়েক মুহূর্ত আগে পর্তুগালের ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন স্টিভেন সুবা। তখন সুইসদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৮৮তম মিনিটে বের্নার্দো সিলভার থেকে বল পেয়ে ১২ গজ দূর থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এর দুই মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার।

বৃহস্পতিবার অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল।
সিদি/৬জুন ১৯/বিপ্লব

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল