১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৯
স্পোর্টস ডেস্কঃঃ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কার্ডিফে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানে হারতে হলো বাংলাদেশকে।
শনিবার ৮জুন কার্ডিফে ইংলিশদের দেয়া ৩৮৭ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ২৮০ রানে গুড়িয়ে গেছে মাশরাফির দল।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, আমার মনে হয় ৩৮৭ ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন লক্ষ্য। প্রথম চার বা পাঁচ ওভার আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে এরপরই তারা ম্যাচটি কেড়ে নেয়। আমরা জানতাম রয়কে (জেসন) আউট করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারতাম।
সাকিবেরও প্রশংসা করে অধিনায়ক বলেন, ৩২০-৩৩০ তাড়া করাটা অন্যরকম হতে পারতো। তবে সাকিব প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে রয়েছে। তিন নম্বরে ব্যাটিং ও বোলিংয়েরও অসাধারণ করছে। আমাদের এখনও ছয়টি ম্যাচ বাকি রয়েছে, আশাকরি অন্যরাও জ্বলে উঠবে। আর আমাদের পরের সবকটি ম্যাচই জিততে হবে।
সিদি/৯জুন ১৯/জুনেদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D