১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯
মৌলভীবাজার প্রতিনিধিঃঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাঁচার ভিতর ৪র্থ বারের মতো বংশ বিস্তারের জন্য ৩০টি ডিম পেড়েছে একটি অজগর দম্পতি।
শনিবার ৮জুন রাতে শ্রীমঙ্গললস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচার ভিতর এ ডিম পাড়ে অজগর। ডিম পাড়ার পর শরীরের ফাঁক দিয়ে দুই/তিনটি ডিমের প্রায় পুরোটাই দেখা যাচ্ছিল।
অজগরটি মাঝে মধ্যে একটু নড়াচড়া করলে ধবধবে সাদা ডিমের কয়েকটা দেখা যায়। আবিকল রাজহাঁসের ডিমের মতো দেখতে অজগরের এ ডিমগুলো। নারী অজগরটি ডিমগুলোকে তা দিচ্ছে আর খাঁচার ভেতরে সঙ্গী পুরুষ অজগরটি পাশে থেকে সতর্ক পাহারা দিচ্ছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শনিবার ৮জুন রাত থেকে অজগরটি ডিম দেওয়া শুরু করে। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে নেয়।
তিনি জানান, এর আগে ওই অজগর দম্পতি ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়। তার আগে ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়, সেসময় টানা দুই মাস তা দেবার পর ৩২টি ফুটফুটে বাচ্চা ফুটেছিল। আর সর্বপ্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল, প্রথমবার ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল।
সজল আরো জানান, এই অজগর জুটিকে পার্শ্ববর্তি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সীমান্তবর্তী দিনারপুর পাহাড়ের একটি লেবুর বাগান থেকে উদ্ধার করা হয়েছিল ১৯৯৯ সালে। সে সময় থেকেই এই অজগর দম্পতি তাদের তত্ত্বাবধানে রয়েছে। অজগরটি যাতে নির্বিঘ্নে ডিম থেকে ছানা ফুটাতে পারে সেজন্য বিশেষ পরিচর্যা ও দেখভাল করা হচ্ছে।
তিনি জানান, বিপর্যস্থ, আহত এবং লোকালয়ে ধরাপড়া বন্য পশু, পাখি বা সরীসৃপসহ বিভিন্ন প্রাণীকে রক্ষা, সেবা, চিকিৎসা এবং আহার জোটানো নিয়ে কাজ করা সম্পূর্ণ অলাভজনক একটি সংস্থা- বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এর আগে যে অজগর বাচ্ছা ফুটিয়েছিল সেগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সিদি/৯জুন ১৯/জুনেদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D