আমাদের হাতে আর কোন বিকল্প নেই

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৯

আমাদের হাতে আর কোন বিকল্প নেই

স্পোর্টস ডেস্কঃঃ ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের ব্যবধানে হারের পর শনিবার (৮ জুন) সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের ব্যবধানে হেরেছে মাশরাফি-সাকিবরা।

বিশ্বকাপে এ পর্যন্ত তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৮ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ দল। মঙ্গলবার (১১ জুন) নিজেদের ৪র্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচসহ বিশ্বকাপে আর মোট ৬টি ম্যাচ বাকি আছে টাইগারদের।

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাকি ৬ ম্যাচই খুব গুরুপূর্ণ আমাদের জন্য। প্রত্যেকটা ম্যাচই এখন বাঁচা-মরার লড়াইয়ের মতো।

আমি মনে করি দলগত পারফরম্যান্সটা এখনো ফুটে উঠেনি। আজও সাকিব একাই লড়েছে। দলের বাকি সকলদের উদ্দেশে বলবো, আগামী এই ৬ ম্যাচে প্রত্যেকেই যার যার স্থান থেকে দলের জন্য এগিয়ে আসবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।

প্রসঙ্গত, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড ও বাংলাদেশের ছিল তৃতীয় ম্যাচ। এই ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি তোলেন সাকিব আল হাসান।

শুরুতে ব্যাট করে ইংল্যান্ডের ৬ উইকেটে ৩৮৬ রানের জবাবে ৭ বল বাকি থাকতে ২৮০ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়। শেষ পর্যন্ত ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

সিদি/১০জুন ১৯/জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল