বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ‘জঘন্যতম’ বোলার রশিদ খান

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ‘জঘন্যতম’ বোলার রশিদ খান

স্পোর্টস ডেস্কঃঃ বর্তমান র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির সেরা ও ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সেরা বোলার রশিদ খান। সেই রহস্যময়ী আফগান লেগ স্পিনার কিনা হয়ে গেলেন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ‘জঘন্যতম’ বোলার!হ্যাঁ, এটাই সত্যি। মঙ্গলবার (১৮জুন) ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দেওয়ার মধ্যে দিয়ে তিনি এই অপ্রত্যাশিত এই রেকর্ড গড়েন!

এদিন, প্রথমে ব্যাট করে আফগান বোলারদের পিটিয়ে ৩৯৭ রানের পাহাড় সমান স্কোর গড়েছেন ইংলিশরা। এর মধ্যে রশিদ খান একাই দিয়েছেন ১১০ রান। ভাগ্য ভালো যে তিনি নিজের ওভারের কোটা শেষ করেননি। তাহলে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে জঘন্যতম (১০ ওভারে ১১৩ রান)বোলার অস্ট্রেলিয়ার মিচেল লুইসকে টপকে যেতেন। ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচের পরে অবশ্য আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি লুইসকে। রশিদ খানের ক্ষেত্রে কি হয় সেটা সময়ই বলে দেবে।

সিদি/১৮জুন ১৯/জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল