হবিগঞ্জে বিনা চিকিৎসায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯

হবিগঞ্জে বিনা চিকিৎসায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ বাহুবল উপজেলার গোবিনপুর গ্রামের রেলওয়ে লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া আহত অজ্ঞাত ব্যক্তি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা গেছে। তবে অভিযোগ রয়েছে চিকিৎসার অবহেলায় তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। শুক্রবার ২১জুন সন্ধ্যা ৮ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। সদর থানার এসআই পলাশ চন্দ্র দাস লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন।

সুত্র জানায়, শুক্রবার ২১জুন সকাল ১১টায় মিরপুর ইউনিয়নের গোবিনপুর গ্রামের রেললাইনের পাশ থেকে (৪০) বছর বয়সের ওই ব্যক্তির রক্তাক্ত দেহ গ্রাম পুলিশ আব্দুল হাই ও বাহুবল থানার পুলিশ উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালে মেঝেতে অবহেলায় পড়ে তাকে সে শুধু মাত্র হাসপাতাল থেকে একটি স্যালাইন ছাড়া আর কিছুই দেয়া হয়নি তাকে। কিন্তু হাসপাতালের দ্বায় এড়াতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাললে প্রেরন করা হয়।

আহতের সাথে আসা গ্রাম পুলিশ আব্দুল হাই জানান, হাসপাতালে সারাদিনে একটি স্যালাইন ছাড়া আর কিছুই দেয়া হয়নি ওই রোগীকে। এ ব্যাপারে ডাক্তার মেহেদি হাসান জানান, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। আমরা যথাসাধ্য তার চিকিৎসা করেছি। কিন্তু তাকে বাচাঁনো সম্ভব হয়ন। 

হবিগঞ্জ প্রতিনিধি

সিদি/২২জুন ১৯/জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল