১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
গোলাপগঞ্জে জায়গা-জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলা স্ট্যাফ রিপোর্টার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে থানায় মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রায়গড় গ্রামের মৃত ময়না মিয়া ও রছিব আলী ছেলেদের সাথে তাদেরই বাপের চাচাতো ভাই মৃত আনজির আলীর ছেলে সাহাব উদ্দিনের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন থেকে মামলা চলে আসছিল। সাহাব উদ্দিন একটি মামলায় জামিনে আছেন। গত কয়েকদিন ধরে অসুস্থার জন্য চিকিৎসাধীন থাকায় নির্ধারিত তারিখে মামলায় আদালতে হাজিরা দিতে পারেননি। এজন্য আদালত কতৃর্ক ওয়ারেন্ট জারি করলে গত রবিবার (১৬ জুন) সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
এক পর্যায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একই দিন অর্থাৎ ১৬ জুন সন্ধ্যায় মৃত রছিব আলীর স্ত্রী আছমা বেগম দীর্ঘ দিন থেকে হাই পেশার ও হার্টের রোগী থাকায় তাহার শয়ন কক্ষ ২য় তলা থেকে নিচ তলায় নামার সময় মাথা ঘোরে সিড়িতে গড়িয়ে গড়িয়ে পড়ে নিচে আসেন। এতে শরীরে প্রচন্ড আঘাত পান। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মৃত রছিব আলী স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে গত ১৬ জুন গোলাপগঞ্জ মডেল থানায় সাহাব উদ্দিনের ছেলে, ভাতিজা ও ভাইকে আসামী করে মামলা দায়ের করেন।
এ নিয়ে সাহাব উদ্দিনের ছেলেদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দায়েরকৃত মামলাটি সাজানো ও হয়রানিমূলক। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান প্রশাসনের নিকট। তাছাড়া আসমা খাতুনের দেবরের ছেলে সমসু ও তার ভাইয়েরা দীর্ঘ দিন থেকে বিএনপির দূর্দর্ষ ক্যাডার ও দখলবাজ হিসেবে পরিচিত। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতার আসার পর থেকে আমাদেরকে হামলা-মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করতে পারে নি। তাই তাদের কুকর্ম কায়েম করতে কয়েকদিন আগে মৃত ময়না মিয়ার ছেলে সমসু সে একাই আওয়ামীলীগে যোগ দিয়ে সমসু ও আছমা খাতুন গং আমাদের পরিবারের সদস্যদেরকে আবারো বিভিন্নভাবে হামলা-মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানী করতে শুরু করেছে। আমাদের পরিবারের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী থাকায় বিএনপি শাসনামলে বিভিন্ন ভাবে সমসু ও রছিব আলী সাহেবের স্ত্রী আছমা খাতুন গং আমাদেরকে হামলা-মামলা দিয়ে হয়রানী করত।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান মিজান বলেন, আসমা খাতুন তার বাড়িতে হামলা ও তার উপর নির্যাতনের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেছেন। শুনেছি জায়গা জমি নিয়ে ওই দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধও রয়েছে। তাই ওই অভিযোগের বিষয়টি তদন্তধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D