১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
সিলেট থেকে প্রতিদিনের ন্যায় রোববার (২৩ জুন) দিনগত রাত ১০টায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।সিলেট ছাড়ার পর পরবর্তী স্টেশন মাইজগাঁও বিরতি নিয়ে প্রারম্ভিক স্টেশন কুলাউড়া জংশনে থামার কথা ছিলো ট্রেনটির।পথে স্টেশন বরমচাল ছেড়ে চা বাগান থেকে নেমে আসা মনছড়া রেলসেতু অতিক্রম করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। ১৭টি বগি নিয়ে উপবন এক্সপ্রেসের পেছনের অংশ লাইনচ্যুত হয়ে আছড়ে পড়ে সেতুর উপর।ট্রেনে ভারে ভেঙে পড়ে দীর্ঘদিনের নির্মাণ করা মনছড়া রেলসেতুটিও। দুর্ঘটনায় পেছনের গার্ডের ব্যবহৃত বগিটি ছড়ার পানিতে পড়ে যায়, দু’টি ফসলের জমিতে উল্টে যায় ও তিনটি বগি লাইনচ্যুত হয়।অন্যগুলো রেললাইনের উপরেই থেমে যায়। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও আহত হয় দু’শতাধিক যাত্রী।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি উদ্ধার কাজে ১০টি অ্যাম্বুলেন্সে ব্যবহার করে আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
কুলাউড়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনা।
উৎসুক জনতার ভিড়।
শক্তিশালী ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত বগি লাইনে তুলা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত রেলপথটির মেরামতের কাজ চলছে।
রেল শ্রমিকরা রেললাইন মেরামতের কাজ করতে ব্যস্ত।
রক্তমাখা টুপি।
উৎসুক জন্তার সেলফি চর্চা।
কুলাউড়ায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনার ঘটনাস্থল থেকে কয়েকটি ছবিগুলো তুলেছেন দৈনিক সিলেটের দিনকালের মোউলভীবাজার প্রতিনিধি শরিফ আহমদ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D