‘সাহসী যুবক’ প্রযোজনায় হিরো আলম

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৯

‘সাহসী যুবক’ প্রযোজনায় হিরো আলম

‘সাহসী যুবক’ চলচ্চিত্র নিয়ে এবার প্রযোজনায় নামছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এটি পরিচালনা করবেন খ্যাতনামা নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। আগামী ২৫ জুন ঢাকার অদূরে পুবাইলে প্রথম লটের শুটিং শুরু হবে।

হিরো আলম বলেন, ‘সাহসী যুবক’ সিনেমায় আমার সাথে অভিনয় করবেন তিনজন চিত্রনায়িকা। এর কাহিনী লিখেছি আমি, সংলাপে আছেন পি জে মোস্তফা। সিনেমাটিতে গান থাকছে পাঁচটি। ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে পূবাইলে।

হিরো আলম বলেন, এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনায় আসছি। তাছাড়া এবারই প্রথম একক নায়ক হিসেবে চলচ্চিত্রে আমার আত্মপ্রকাশ ঘটবে। এর আগে, আমি ‘মার ছক্কা’ নামে একটি ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছি।

হিরো আলম আরও বলেন, এবারই প্রথম চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আর আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। এর মধ্যে দু’জন নায়িকা বেশ পরিচিত মুখ। আমি তাদের নাম এখন বলবো না। শুটিং শুরুর দিন বিষয়টি সবাইকে জানানো হবে।

বিনোদন ডেস্ক