মৌলভীবাজারে তিনটি গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

মৌলভীবাজারে তিনটি গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ধলাই নদীর একটি বাঁধ ভেঙে গেছে। এতে পৌরসভার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার রাত থেকে নদীর পানি বেড়ে কমলগঞ্জের এসব এলাকা প্লাবিত হয়।

প্রবল স্রোতে পানি লোকালয়ে প্রবেশ করায় কমলগঞ্জ পৌর এলাকার রামপাশাসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ১০০টি পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আশা করা হচ্ছে, পানি নেমে যাবে। নদী ভাঙন ও বন্যা এড়াতে আমরা সর্বোচ্চ কাজ করছি। বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

মৌলভীবাজার প্রতিনিধি