১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)’র তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকালে জৈন্তাপুর উপজেলার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউপি‘র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া। সভায় সভাপতিত্ব করেন আইডিয়া‘র নির্বাহী পরিচালক নজমুল হক। সভায় প্রকল্পের কর্মসূচির কার্যক্রম ও এর বাস্তবায়নের প্রেক্ষাপট বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন, আইডিয়া প্রকল্পের সমন্বয়কারী তামান্না আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, তথ্য প্রাপ্তিতে সকল জনগণের অধিকার সমান, এখানে নারী পুরুষ বলতে কোন পার্থক্য নেই। বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে এবং জনগণের অধিকার নিশ্চিতেই তথ্য অধিকার আইনের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। একারনে নারীসহ সকলেই একটু এগিয়ে এলেই সকল ধরণের সেবা ও তথ্য পাওয়া সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার মনোভাব রয়েছে কিন্তু মানষের অজ্ঞতার কারণে অনেক সেবাই গ্রহণ করতে পারেনা। তাই এই ধরণের সচেতনতা মূলক কর্মসূচি প্রতিনিয়ত থাকা উচিত। এত করে দেশের প্রান্তিক জনগোষ্ঠী অনেকটা উপকৃত হবেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, চিকনাগগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা কো-অডিনের্টর মো: খলিলুর রহমান, দিগারাইল গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি সেলিম আহমদ, ব্রাক জৈন্তাপুর উপজেলার প্রতিনিধি মো: ফয়জুল হক,ইউপি সদস্যা তসলিমা বেগম ও সাথী বালা বিশ্বাস।
এ ছাড়া অনুষ্ঠানে জেছিস, সীমািন্তক ,উপজেলা প্রাথমিক শিক্ষা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য আপা, সমাজসেবা, সমবায় কর্মকর্তা সহ প্রান্তিক এলাকার নারীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শাহজাহান কবির খাঁন (জৈন্তাপুর প্রতিনিধি)
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D