হবিগঞ্জে স্কুল ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, আটক ১

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, আটক ১

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে আল আমিন (১৮) নামে এক যুবক। ছুরিকাঘাতের ঘটনায় কতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২৫জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকার কদর আলী পুত্র ও শহরের ক্যাফে তাজ রেস্তোরার হোটেল কর্মচারী।

জানা যায়, বৃহস্পতিবার (২৫জুলাই) সকাল ১০ টায় শহরের জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী রূপালী আক্তার স্কুলে আসার পথে স্কুল সংলগ্ন মসজিদের সামনে প্রকাশ্যে চুরিকাঘাত করে ক্যাফে তাজ রেস্তোরা কর্মচারী আল আমিন। রুপালি অনন্তপুরের বাসিন্দা আব্দুল গফুরের মেয়ে।

ছুরিকাঘাতের পর আল আমিন পালিয়ে আসে। এ সময় স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা রূপালীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করায়।

এ ঘটনায় দুপুর ২ টায় সদর মডেল থানার এস আই অমিতাভ তালুকদার নেতৃত্বে একদল পুলিশ ক্যাফে তাজ রেস্তোরা থেকে আল আমিনকে আটক করে।

এ ব্যাপারে সদর মডেল থানার এস আই অমিতাভ তালুকদার জানান, ‘স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে অভিযোগে হোটেল কর্মচারী আল আমিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মূল বিষয় জানা যাবে’।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল