মৌলভীবাজার পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

মৌলভীবাজার পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সুইটি মালাকার (১৭)।

কমলগঞ্জ উপজেলায় রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রোববার (২৮জুলাই) সকাল ৭টার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। এর ২ ঘণ্টা পর সকাল ৯টার দিকে তার মরদেহ পানির ওপর ভেসে ওঠে।

নিহত ছাত্রী সুইটি মালাকার শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। তিনি লক্ষ্মীপুর গ্রামের ঈরেশ মালাকারের মেয়ে।

জানা যায়, সুইটি মালাকার কলেজে আসার জন্য সকাল ৭টায় বাড়ির পুকুরে নামে। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকাল ৯টায় পুকুরের পানির ওপর তার মরদেহ ভেসে ওঠে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সম্ভবত ছাত্রীটি সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

মৌলভীবাজার প্রতিনিধি