১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯
সুপ্রীম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট খালেদ আহমদের কুলাউড়ার ভাটেরার গ্রামের বাড়িতে বুধবার ৩০ জুলাই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে ভোরে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার ব্রাহ্মণবাজারস্থ গ্রীন ভিউ সিএনজি পাম্পের স্বত্বাধিকারী আজিজ আহমদ টুটু, সুপ্রীম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডডভোকেট খালেদ আহমদ ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি প্রবাসী শহীদ আহমদ খয়রুর কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বসত ঘরের পেছনের গেইট ভেঙে ৮-১০ জনের অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা টুটুসহ পরিবারের ৮ সদস্যের হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর ডাকাতরা লুটপাট শুরু করে। ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা,৩ ভরি স্বর্নালংকার, ৮-৯ টি দামি স্মাট ফোন, ২টি মোটরসাইকেল, টিভিসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক ও রাশেদুল ইসলাম।
স্থানীয় ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, এর আগেও একবার এই পরিবারে ডাকাতি সংঘঠিত হয়েছে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা সর্বস্ব লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ডাকাতির সত্যতা নিশ্চিত করে জানান,জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ডাকাতদের ধরতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করছে । আইন অনুযায়ী মামলা হবে।
শরীফ আহমেদ (কুলাউড়া প্রতিনিধি)
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D