মশা নিধনে মৌলভীবাজার পৌরসভায় ফগার মেশিন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

মশা নিধনে মৌলভীবাজার পৌরসভায় ফগার মেশিন

ডেঙ্গু আতংক থেকে শহরবাসিকে স্বস্তি দিতে পারবে মৌলভীবাজার পৌরসভা? মেয়র বলছেন, অবিরাম সে চেষ্টা চলছে। চলমান পরিস্থিতিতে মশা নিধন কার্যক্রমের ধারাবাহিকতায় মৌলভীবাজার পৌরসভায় এসেছে ফগার মেশিন। ডেঙ্গু যখন সারাদেশে ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। মৌলভীবাজার জেলায়ও এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫।

এ অবস্থায় কি ডেঙ্গু আতংক থেকে শহরবাসিকে স্বস্তি দিতে পারবে মৌলভীবাজার পৌরসভা?

মেয়র বলছেন, অবিরাম সে চেষ্টা চলছে। চলমান পরিস্থিতিতে বুধবার (৩১ জুলাই) মশা নিধন কার্যক্রমের ধারাবাহিকতায় মৌলভীবাজার পৌরসভায় এসেছে ফগার মেশিন। এরইমধ্যে মশার ঔষধ ছিটানোর জন্য পৌরসভা প্রাঙ্গণে ওয়ার্ম-আপ শুরু হয়ে গেছে। মশা নিধন কার্যক্রমের ধারাবাহিকতায় মৌলভীবাজার পৌরসভায় এসেছে ফগার মেশিন। চলছে ওয়ার্ম-আপ।

মেয়র ফজলুর রহমান বুধবার (৩১ জুলাই) বিকেলে বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে শহরের বিভিন্ন এলাকায় ৬টি ফগার মেশিনে মশার ঔষধ স্প্রে করা হবে। দুপুর ২টায় সার্কিট হাউজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হব ‘- জানান মেয়র।

মেয়র বলেন, ‘মশা নিধনে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে মৌলভীবাজার পৌরসভা। ধারাবাহিকভাবে শহরের চলছে র‌্যালি, লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম।’ ‘মৌলভীবাজার শহরে ডেঙ্গুর প্রভাব যত কমিয়ে আনা যায় সে চেষ্টা করা হচ্ছে। এখানে যেন ডেঙ্গুবাহী এডিস মশা জন্মাতে না পারে এবং অন্যান্য মশার উপদ্রব কমিয়ে আনা যায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে চেষ্টা করে যাচ্ছি। ডেঙ্গু টেস্টের জন্য মৌলভীবাজার ২৫০ হাসপাতালে দু্ই ধাপে ৫০টি কম্বো ডেঙ্গু ডিভাইস (Combo Dengue Device : Dengue NS1Ag + Dengu Ab) দেয়া হয়েছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের সাথে নিয়মিত বৈঠক চলছে, নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

মোঃ রাসেল (মৌলভীবাজার প্রতিনিধি)