পানিতে ডুবে সিলেট পলিটেকনিক ইন্স: ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৯

পানিতে ডুবে সিলেট পলিটেকনিক ইন্স: ছাত্রের মৃত্যু

সিলেটের দিনকাল:: সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ আবু সুফিয়ান(২২) ৩১ জুলাই,(বুধবার) দুপুর ১২ টা নাগাদ বগুরায় তার নিজের এলাকার নদীতে গোসল করতে গিয়ে ডুব দেয় বেস কিছুক্ষণ যাওয়ার পর সে ডুব থেকে না উঠতে দেখে তার সাথে থাকা বন্ধুরা খোজাখুজি শুরু করেন তারা তাকে খুজেপেতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন পরে দুপুর প্রায় ১ টা নাগাদ ডুবুরি দল তাকে মৃত অবস্থায় নদী থেকে খুজে পেতে সক্ষম হন। জানা যায় সে সিলেট পলিটেকনিকের সুরমা ছাত্রাবাসে থাকতো,গত ২৫ শে জুলাই ৬ষ্ঠ পর্ব ফাইনাল পরিক্ষা দিয়ে সে ঈদের ছুটিতে বাড়িতে যায়। এর আগেও গত ১২ জুলাই রোজ শুক্রবার টিকটক ভিডিও করতে গিয়ে সিলেটের সুরমা নদীতে লাফ দিয়ে সিলেট পলিটেকনিকের ৪র্থ পর্বের সামাদ আজাদ নামের আরেক ছাত্র মৃত্যু বরন করেন।
সিডি/১ আগস্ট ১৯/পিআর /বিপ্লব-১

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল