২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯
সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১আগস্ট বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গনে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
কলেজের ইসলাম শিক্ষার শিক্ষক জনাব আশাফুল করিম সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব ছাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদশে (আইডিইবি) এর কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মাহমুদুর রশিদ মসরু ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদশে (আইডিইবি) এর সিলেট জেলা শাখার সভাপতি জনাব মো; নজরুল হোসেন,।
এছাড়া সব বিভাগের প্রধানরা,শিক্ষকসহ সব পর্বের শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয় ।
এরপর ধারাবাহিক ভাবে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ,বিশেষ অথিতি ও প্রধান অতিথি ।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব ছাইদুর রহমান নতুন শিক্ষার্থীদের বলেন কলেজের নিয়ম-কানুন মেনে নিয়মিত ক্লাস এবং অন্যান্য কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।
সিডি/১ আগস্ট ১৯/পিআর /বিপ্লব-১
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D