মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে তাহমিনা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬আগস্ট) দুপুরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহমিনাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মসজদিপুর গ্রামের ওমান প্রবাসী তাজুল ইসলামের মেয়ে।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আল মামুন আক্তার জানান, খেলাধূলার এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে পানিতে পড়ে যায় তাহমিনা। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর এক পর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল