শাবি’র ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর 

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

শাবি’র ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১ম বর্ষ ১ম সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। এ সভায় ভর্তি পরীক্ষা উপলক্ষে স্কুল অব এগ্রিকালচারাল এন্ড মিনারেল সায়েন্স এর ডিন অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আগামীকাল কাল থেকে আমরা ভর্তি পরীক্ষার মুল কাজ শুরু করব। আমি ইতিমধ্যে সদস্য সচিবেরর সাথে আলাপ করেছি। আগামীকাল কমিটির সদস্যরা বসে পরীক্ষার সময়সূচী ঠিক করা হবে। আমরা গত বছরের সিডিউল দেখে শিক্ষার্থীদের সুবিধা হয় এমন সময়সূচী ঠিক করব।

শাবি প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল