হবিগঞ্জে পাঁচ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

হবিগঞ্জে পাঁচ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত

হবিগঞ্জে এখন পর্যন্ত ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে এত দিন যারা আক্রান্ত হতো তাদের পর্যালোচনা করে জানা গেছে ঢাকা থেকে ফেরত আসার পর তারা আক্রান্ত হয়েছে। কিন্তু এবার ঢাকায় না গিয়েও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একজন। আক্রান্ত হাবিবুর রহমান হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা। তিনি গত রবিবার সন্ধ্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সোমবার জেলায় আরো পাঁচ ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব জানান, সোমবার বিকেল পর্যন্ত এই হাসপাতালে চারজন নতুন রোগী ভর্তি হয়েছে। এর বাইরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে একজন।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল