১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ঘরের মাটিতে খেলায় ফিরছে বাংলাদেশ। প্রায় ৯ মাস পর আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশের সামনে রয়েছে চ্যালেঞ্জও। এই চ্যালেঞ্জ জয় করতে দলে যদি নতুন মুখের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নেবেন বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে নজরকাড়া পারফর্মেন্স করা সাকিব বলেন, ‘দিনশেষে টার্গেট থাকে কিন্তু ম্যাচ জেতার। আমরাও ওই টার্গেটে খেলব। তার জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয় তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে তাহলে ওরাই খেলবে।’
সাকিবের কথা হলো, একজন খেলোয়াড়কে জায়গা করে দেওয়া কোনো বিষয় না। তার মতে, ‘জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না। প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য। সেটা বড় দল হোক কিংবা ছোট দল হোক। নতুন খেলোয়াড় আসুক আর নাই আসুক। প্রতিটা দল যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি।’
বাংলাদেশ দলে দেখা যাবে না নিয়মিত ওপেনার তামিম ইকবালকে। সাকিব কথা বলেছেন এই বিষয়েও। তিনি জানান, এই নিয়েও আলাপ-আলোচনা হয়েছে।
‘এগুলো নিয়ে সব সময় আলাপ হয়। যে জায়গাগুলো ফাঁকা হয় কিংবা ফাঁকা থাকে বা যে জায়গাগুলো নিয়ে আমরা কানসার্ন থাকি সেই জায়গাগুলো নিয়ে আমরা সব সময় আলাপ-আলোচনা করি। সবাই আলাপ আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই যে, এই খেলোয়াড় এই এই কারণে এই পজিশনে সুইটেবল হবে। তারপর আমরা আসলে সিলেক্ট করি’-সাকিব বলছিলেন তামিমের জায়গা ফাঁকা হওয়া নিয়ে।
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D