হবিগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

হবিগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, স্কুলছাত্র নিহত

হবিগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বিকেলে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের ছুফি আহমেদের ছেলে। সে স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহত ইমনের বাবা-মাসহ আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি অটোরিকশা রতনপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ প্রতিনিধি 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল