মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার আদমপুর সড়কের মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বধনী দেবী উপজেলার আলিনগর ইউপির তিলকপুর গ্রামের ভূবেনশ্বর সিংহের স্ত্রী।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সকালে বধনী দেবী তার স্বামী ভূবেনশ্বর সিংহের সঙ্গে হাঁটতে বের হন। এ সময় একটি মোটরসাইকেল বধনী দেবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

মৌলভীবাজার প্রতিনিধি