ছোট ভাইয়ের সামনে নদীতে ডুবল বড় ভাই

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

ছোট ভাইয়ের সামনে নদীতে ডুবল বড় ভাই

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউপিতে এ ঘটনা ঘটে।

মৃত লক্ষী নারায়ণ মাদ্রাজী ধলই চা বাগানের চা শ্রমিক আছিয়া মাদ্রাজীর ছেলে। সে স্থানীয় ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, দুপুরে লক্ষী নারায়ণ ও তার ছোট ভাই উজ্জল মাদ্রাজী ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় কলমিশাক কাটছিল। হঠাৎ লক্ষী নারায়ণের হাত থেকে দা পড়ে যায় ধলাই নদীতে। তখন সে নদী থেকে দাটি খুঁজতে গিয়ে ক্রমেই ডুবে যায়। এ সময় লক্ষী নারায়ণ হাত তুলে সাহায্য চাইলেও ছোট ভাই উজ্জল তাকে বাঁচাতে পারেনি।

পুষ্প কুমার আরো জানান, স্থানীয়রা মরদেহের সন্ধান পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে লক্ষী নারায়ণের মরদেহ উদ্ধার করতে পারেনি।

মরদেহ উদ্ধার করতে ডুবুরির সহায়তা চাওয়া হবে বলে তিনি জানান।

কমলগঞ্জ প্রতিনিধি