কমলগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

কমলগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র লক্ষ্মী নারায়ণের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত স্কুলছাত্র লক্ষ্মী নারায়ণ ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি উপজেলার শমশেরনগর চা-বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে। সে ধলাই চা-বাগানে মামা সত্য নারায়ণ মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়া করছিল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগান সংলগ্ন ধলাই নদী থেকে তার লাশটি উদ্ধার করে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানায়, লক্ষ্মী নারায়ণ ও তার ভাই উজ্জ্বল মাদ্রাজী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় ঘাস কাটছিল। এ সময় লক্ষ্মী নারায়ণের হাত থেকে দা নদীর পানিতে পড়ে যায়। পরে দা খুঁজতে পানিতে নেমে তলিয়ে যায় সে। এ ঘটনায় উজ্জ্বল মাদ্রাজী চেষ্টা করেও ভাইকে রক্ষা করতে পারেনি।

এ দিকে, ঘটনার পর লক্ষ্মী নারায়ণকে উদ্ধার করতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে আসে। দীর্ঘ সময় চেষ্টার পরও তারা লাশ উদ্ধারে ব্যর্থ হলে সিলেট ডুবুরি দলকে তলব করা হয়। ওই দিন রাত ৮টার পর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও আলো না থাকায় শনিবার সকালে উদ্ধার তৎপরতা চালানো হয়।

কমলগঞ্জ প্রতিনিধি