কাশ্মীরে নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

কাশ্মীরে নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি :: ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর আগ্রাসন বন্ধ ও কাশ্মীরে স্বাধীনতার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ হয়েছে।

শনিবার দুপুরে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করে ওলামা পরিষদের মৌলভীবাজারের নেতা-কর্মীরা।

মুফতি হাবিবুর রহমান ও মাওলানা মুজাহিদ আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের সভাপতি শাইখুল হাদিস মাওলানা আব্দুল বারী ধর্মপুরী।

বক্তারা বলেন, কাশ্মীরে মুসলমানদের উপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর নির্যাতন অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। সেখানকার নাগরিকদের অধিকার ভূলণ্ঠিত হলেও জাতিসংঘ নীরব ভুমিকা পালন করছে।

তারা কা্শ্মীরে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

সমাবেশ শেষে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বহু মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে ভারতীয় আগ্রাসন বন্ধ ও কাশ্মীরে স্বাধীনতার দাবিতে স্লোগান দেয়া হয়।