হবিগঞ্জে দোকানে মিলল ভিজিডির ১১ বস্তা চাল

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

হবিগঞ্জে দোকানে মিলল ভিজিডির ১১ বস্তা চাল

হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরা ইউপির বাঘাসুরা বাজার থেকে ভিজিডির ১১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে বাজারের ব্যবসায়ী মাসুক মিয়ার দোকান থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিজিডির ১১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বণ্টনের জন্য চেয়ারম্যানের নামে ডিও ইন্স্যু করা হয়। কিন্তু এ চাল বাজারে গেল কিভাবে তা এখন বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা হয়েছে। পরে উদ্ধার হওয়া বস্তাগুলো ইউপি সদস্য কামাল মিয়ার জিম্মায় রাখা হয়।

বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, তিনি চাল বিতরণে ছিলেন না। চালগুলো কিভাবে বাজারে গেল তার জানা নেই।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল