টাইগারদের মূল চ্যালেঞ্জ স্কিল ও মানসিকতা ধরে রাখা

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

টাইগারদের মূল চ্যালেঞ্জ স্কিল ও মানসিকতা ধরে রাখা

কার হাতে উঠবে এবারের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা। টাইগার দলপতি সাকিব না আফগান অধিনায়ক রশিদ খানের হাতে। এর উত্তর জানা যাবে মঙ্গলবার ফাইনালের পর।

ফাইনালে স্বাগতিকদের পক্ষে থাকবে গোটা স্টেডিয়াম। নিজেদের মাঠ, চিরচেনা কন্ডিশনের সঙ্গে পুরো গ্যালারি।  অপর দিকে নিজেদের পারফর্ম দিয়ে লড়তে হবে আফগানদের। বলতে গেলে এদিক দিয়ে এগিয়ে টাইগাররা।

মাঠের লড়াইয়ে আফগানিস্তান ছেড়ে কথা বলবে না। আফগানরা তাদের সামর্থ্যের সবটুকু উজার করে দেবে ২২ গজে।

তবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ অন্য জায়গায়। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ নিজেই! তার মতে, নিজেদের স্কিল ও মানসিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেটা দলে অনেক দিন ধরে নাই। যদি নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে টাইগার ছেলেরা, তাহলে আফগানিস্তান বধ সহজ হবে।

তিনি বলেন, আফগানিস্তান অবশ্যই ভালো দল। কিন্তু আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি আমরা যে কোনো দলকে যেকোনো সময় হারাতে পারি। আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হলো আমাদের স্কিল ও মানসিকতা ধরে রাখা। যেটা আফগানিস্তান করে দেখাচ্ছে।  যদি এ কাজটা করতে পারি তাহলে আমরা আফগানিস্তানকে হারাতে পারব।

শিষ্যরা তিন বিভাগে একসঙ্গে জ্বলে উঠবে মাঠে, এমনটাই দেখতে চাইছেন ডমিঙ্গো। স্পষ্ট করে জানিয়েছেন, আমি মনে করি না আমরা ৬০ শতাংশ দিলে ম্যাচ জিততে পারব।  আমাদেরকে তার থেকেও বেশি কিছু করতে হবে। ধরুন, আমরা ম্যাচে ৬০ শতাংশ দিলাম এবং আফগানিস্তান ৫০ শতাংশ দিয়ে খেলল। আমি নিশ্চিত করে বলতে পারছি ওরা ম্যাচ জিতে নেবে।  এখানেই আমাদের আসল চ্যালেঞ্জ। আমাদেরকে নিজেদের সঙ্গে যুদ্ধে জিততে হবে।

ফাইনালের আগে সোমবার সকালে মিরপুরে কঠোর অনুশীলন করে বাংলাদেশ। দুপুরে অনুশীলন করেছে আফগানরা। শক্তি ও সামর্থ্যে দুই দল একই বিন্দুতে অবস্থান করছে।

কিন্তু মানসিকতার পার্থক্য দুই দলকে আলাদা করেছে। মাঠের ক্রিকেটে সেরা হতে হলে আফগানিস্তানের থেকে ভালো পারফর্ম করতেই হবে বাংলাদেশকে।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল