ম্যাচ পরিত্যক্ত, যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

ম্যাচ পরিত্যক্ত, যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক :: বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। নিয়মানুযায়ী ফাইনালিস্ট দুই দল বাংলাদেশ ও আফগানিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি।

মিরপুরে ম্যাচ শুরুর শেষ সময় ছিল রাত ৯টা ৪৬ মিনিট। সেক্ষেত্রে সাড়ে ৯টায় টস হতে হতো। আর টস হতে হলে তার আগেই মাঠ প্রস্তুত করতে হতো। কিন্তু রাত ৯টা বাজলেও বৃষ্টি না থামায় ম্যাচ শুরুর কোনো সম্ভাবনাই ছিল না। যার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফাইনাল ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে ছিল না।

ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত দুইয়ের বেশি দেশ নিয়ে আয়োজিত টুর্নামেন্টে আটবার ফাইনাল খেলেছে। এর আগের সাত ফাইনালের মধ্যে বাংলাদেশ মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে। বাকি ছয়বার হয়েছে রানার্স আপ। আর এবার বৃষ্টির কারণে যুগ্ম চ্যাম্পিয়ন হলো টাইগাররা।

এই ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে শীর্ষে থেকে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। লিগ পর্বে ৪ ম্যাচ খেলে বাংলাদেশ ৩টিতে জিতেছিল। অন্যদিকে, ৪ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছিল আফগানিস্তান। আর জিম্বাবুয়ে ৪ ম্যাচ খেলে ১টিতে জয় পায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল