১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, সিলেটের প্রথম অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে জেনে আনন্দ প্রকাশ করছি। অর্থনৈতিক অঞ্চলসমূহের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্ত স্বমহিমায় অর্থনীতির সঙ্গে যুক্ত হবে। এ অগ্রযাত্রায় প্রমাণিত হয় যে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো.ফারুক হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো.তাহমিদুল ইসলাম।
বক্তব্য রাখেন,মৌলভীবাজার চেম্বার অব কমাসের সভাপতি মো.কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম(বার)। বিনিয়োগকারী আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডাবলগেজিং লিমিটেডের পরিচালক এম এ রহিম ফিরোজ।
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ৩৫২ একর জমির উপর অবস্থিত যার প‚র্বে সিলেট পশ্চিমে হবিগঞ্জ উত্তরে সুনামগঞ্জ ও দক্ষিণে মৌলভীবাজার জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলেরর উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিল্পের বিকেন্দ্রীকরণ ও প্রায় ৪৪,০০০ লোকের কর্মসংস্থানে অর্থনৈতিক অঞ্চলটি গুরত্বপ‚র্ন ভ‚মিকা পালন করবে। ৬টি শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। সেখানে ৬টি প্রতিষ্ঠান প্রায় ১.৪ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহন করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ শ্রীঘ্রই শিল্প স্থাপনের কাজ শুরু করবে।
মৌলভীবাজার প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D