২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ বলেছেন, নবীনরাই আগামীর বাংলাদেশ, আজকের নবীনরাই আগামীর বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল ও সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে নবীনরাই এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাস তালুকদারে সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মাহসুদা তাসমিন মুর্শেদ ও রসায়স বিভাগের প্রভাষক অনুকুল চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথির বকতব্য রাখেন সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, ভারপ্রাপ্ত ইউএসও বিশ্বজিৎ দেব, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকলিমা আক্তার, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হালিম, ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দাস, শিক্ষক সুকেতু দাস, নিরেশ চন্দ্র রায়, ফজলে রাব্বিসহ কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকারগন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করেন জেলাপ্রশাসক আবদুল আহাদ। এরপর তিনি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে কম্পিউটার বিষয়ে উপযোগী প্রশিক্ষণ কোর্স সারা দেশব্যাপী চালু করা হয়, এই প্রশিক্ষণ কোর্সটি প্রাšিতক এলাকার বেকারত্ব নিরসনে কার্যকরী ভুমিকা রাখবে। বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানস্থলে পৌছামাত্র জেলা প্রশাসককে কলেজ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরন করে নেয়। এরপর জেলা প্রশাসক আবদুল আহাদেও সম্মানে মানপত্র পাঠ করা হয় এবং সম্মননা স্বারক প্রদান করেন অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদার। এর আগে তিনি বোয়ালিয়া বাজার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন এবং ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D