নির্ধারিত সময়ে বিপিএল শুরু নিয়ে সংশয়

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

নির্ধারিত সময়ে বিপিএল শুরু নিয়ে সংশয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে এ বছরের ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা ‘বঙ্গবন্ধু বিপিএল’। কিন্তু নির্ধারিত সময়ে বিপিএল শুরু হওয়া নিয়ে রয়েছে সংশয়। এর পেছনে আয়োজকদের দায়টাই সবচেয়ে বেশি!

সময়ের হিসাবে খুব অল্প দিনই বাকি বঙ্গবন্ধু বিপিএলের। কিন্তু এখনো কিছু চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাত দল নিয়ে বিপিএল শুরু করার ইচ্ছা বিসিবির। এজন্য দরপত্র আহ্বান করেছিল আয়োজকরা।

কিন্তু ছয় ব্যবসা প্রতিষ্ঠান বিপিএলে খেলতে আগ্রহ দেখিয়েছে। এ ছয় প্রতিষ্ঠানের মধ্যে নেই গত তিন আসরে অংশগ্রহণ করা কোনো দল। ফলে নতুন ফ্র্যাঞ্চাইজি কারা হচ্ছে এবং সপ্তম দল নিয়ে বিসিবির পরিকল্পনা কী, তা এখনো নিশ্চিত নয়।

পাশাপাশি দল কীভাবে গঠন হবে, কারা খেলবে, বিদেশি খেলোয়াড় কারা আসবে; কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। সব চূড়ান্ত না হওয়ার কারণ, বিসিবি বিপিএল নিয়ে বৈঠকে বসতে পারেনি এখনো। যারা বিপিএলের নীতি নির্ধারক তারা অনেকেই দেশের বাইরে। তাই বিপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় খোদ বিসিবির পরিচালক জালাল ইউনুস।

বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব পালন করা জালাল ইউনুস বলেছেন, ‘এখনো ৬ ডিসেম্বর তারিখই বিপিএল রেখেছি। তবে এখনই চূড়ান্ত বলতে পারছি না। তবে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আরো কত দেরি হতে পারে, এখনই বলা মুশকিল। নির্ধারিত তারিখে শুরু হবে কি না, আমারও সন্দেহ আছে! অনেক কিছুই এখনো শেষ হয়নি। এসব শেষ করে টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা হতে পারে।’

প্রস্তুতিতে কেন বিসিবি এখনো পিছিয়ে, তা স্পষ্ট করতে পারেননি বিসিবির শীর্ষ এ পরিচালক, ‘এবার স্পন্সর পার্টনার নিয়ে টুর্নামেন্টটা হবে। এ কারণে অনেক কিছু পরিবর্তন করতে হচ্ছে। আমরা যে পৃষ্ঠপোষক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেখানে ছয়জন আগ্রহ প্রকাশ করেছে। এখানে অনেক পরিবর্তন আসবে। পৃষ্ঠপোষকদের সঙ্গে বসতে হবে। তাদের সঙ্গে বসার আগে আমাদের একবার বসতে হবে। সময় বেশি নেই। এ মাসের মাঝামাঝি ফরম্যাট ড্রাফট হওয়ার কথা ছিল। ফরম্যাট হওয়ার পরই ড্রাফট হওয়ার কথা। খুব শিগগিরই আশা করছি সবকিছু হয়ে যাবে। বিসিবি সভাপতির সঙ্গে মিটিং শেষে ড্রাফটের ঘোষণা দেব।’

বলার অপেক্ষা রাখে না বিপিএল মানেই প্রশ্নবিদ্ধ আয়োজন, নিয়ম-কানুনের নানা ফাঁকফোকর। এবারও কি বিপিএলের ভাগ্য পাল্টাবে না? নাকি বিপিএল হবেই না!

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল