হবিগঞ্জে রেল ব্রিজের নিচে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

হবিগঞ্জে রেল ব্রিজের নিচে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লেনজাপাড়ার খোয়াই নদীর রেল ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, খোয়াই নদীর রেল ব্রিজের নিচে এক অজ্ঞাত যুবকের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবরটি দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, বুধবার ভোরে রেল ব্রিজ পারাপারে সময় ট্রেনের ধাক্কায় যুবক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল