বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা মহড়া

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে পৌর সদরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মণ্ডল।

পরে দিবসটি উপলক্ষে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কমান্ডার বজলুর রশিদ ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার বিয়াম ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রফিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, ধনুট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার প্রমুখ।

সিলেটের দিনকাল ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল