২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
ক্রিকেটের শুরুটা হয়েছিল টেস্ট দিয়ে, ব্যাপক সময়ের এই ক্রিকেট ফরম্যাটের পর পর্যায়ক্রমে ৫০ ওভারের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেট ক্রিকেটে সংযোজিত হয়। এবার এলো ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’।
আগামী বছর ইংল্যান্ডে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেড (একশ বলের) ক্রিকেট। ইংল্যান্ডের আটটি শহর কেন্দ্রিক আটটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের খেলোযাড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। ইংলিশ গ্রীষ্ম মৌসুম আগামী বছর ১৭ জুলাই-১৬ আগস্ট অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
নতুন ফরম্যাটের এই ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন ৬ ক্রিকেটার। এদের মধ্যে সাকিবের কথা আগেই জানা গিয়েছিল। বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সবমিলিয়ে ছয়জন টাইগার ক্রিকেটার থাকছেন ‘দ্য হানড্রেড’- এর নিলামে। সাকিব ছাড়া বাকি পাঁচজন খেলোয়াড় হলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। যেটি বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা ইতিহাসের সফলতম টাইগার ব্যাটসম্যান তামিমের ভিত্তিমূল্যও একই।
সাকিব-তামিমের মতো বেস প্রাইজের খেলোয়াড় তালিকায় আছেন হরভজন সিং, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, সন্দ্বীপ লামিচানে, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও কাইরন পোলার্ড।
সম্ভাব্য সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড, যেখানে আছেন ৮ খেলোয়াড়। তারা হলেন- স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইল।
মোট ১৬৫ জন খেলোয়াড়কে নিয়ে ড্রাফ্ট তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে ৬৭ জন খেলোয়াড়ের কোনো বেস প্রাইজ নির্ধারণ করা হয়নি। সাকিব-তামিম বাদে বাকি চার টাইগার ক্রিকেটার এই ৬৭ জনের মধ্যে রয়েছেন। বেস প্রাইজ নির্ধারণ না করা হলেও টুর্নামেন্ট অংশগ্রহণ করলেই মুশফিকরা পাবেন ৩০ হাজার পাউন্ড করে। এই টুর্নামেন্টে প্রতিটি টিমে তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ থাকবে।
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D