ফিটনেস টেস্টে আবারও ফেল আশরাফুল-নাসির

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

ফিটনেস টেস্টে আবারও ফেল আশরাফুল-নাসির

জাতীয় ক্রিকেট লিগে ফিটনেসের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপ টেস্টে তুলতে হবে ১১ নম্বর। যেখানে ফিটনেস পরীক্ষায় দ্বিতীয় ধপায়ও উত্তীর্ণ হতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুলের সঙ্গে প্রথম দফায় উত্তীর্ণ হতে পারেননি নাসির হোসেনও। দ্বিতীয় দফায়ও পেল করেছেন তারা। আজ রবিবার (৬ অক্টোবর) সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ৩৫ জন ক্রিকেটার বিপ টেস্টের দ্বিতীয় দফায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১১ পেয়ে পাস করেছেন ওপেনার ইমরুল কায়েস। আগেরবার ১১ না পেলেও এবার তিনি এই নম্বরেরও বেশি পেয়েছেন।

আগেরবার উত্তীর্ণ হতে না প্রায় দ্বিতীয়বার আশরাফুলকে সুযোগ দেওয়া হয়। এই যাত্রায়ও ১১ নম্বর তুলতে ব্যর্থ হয়েছেন আশরাফুল সেই সঙ্গে নাসিরও। তবে যেহেতু তারা অভিজ্ঞ, ফলে তাদের ক্ষেত্রে পাশ নম্বর শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাই পাস মার্ক না পেলেও এনসিএলে খেলার বাহ্যিক ছাড়পত্র পেয়েছেন আশরাফুল-নাসিররা।

আজ ৩৫ জনের সবাইকে বিপ টেস্টে উত্তীর্ণ বলে বিবেচনা করেছে বিসিবি। এনসিএলের গত মৌসুমে খেলোয়াড়দের ফিটনেস টেস্টে কাক্সিক্ষত নম্বর ছিলো ৯। তবে এবার তা বাড়িয়ে ১১ করা হয়।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল