নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি, যুবকের জরিমানা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি, যুবকের জরিমানা

কুলাউড়া প্রতিনিধি :: মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞাকালীন ইলিশ বিক্রির দায়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইমরান মিয়া নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্ত যুবক ইমরান মিয়া জুড়ী উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে প্রকাশ্যে ইলিশ বিক্রির সময় খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সাড়ে পাঁচ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাছগুলো উপজেলার সকল এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাইম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদসহ উপজেলা মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকারিভাবে সারা দেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।