২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯
ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট শেষ করে সাকিব যখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিলেন তখন তার দল বার্বাডোসের অবস্থা ছিল করুন। ৬ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের নিচেই অবস্থান করছিল তার দল। প্লে-অফ নিশ্চিত করাই ছিল প্রায় অসম্ভাব ব্যাপার। কিন্তু সেখান থেকে দলকে প্লে-অফ নিশ্চিত করলেন সাকিব।
ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে চমৎকার করলেন তিনি। ঘুরে দাড়ায় সাকিবের দল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে বার্বাডোস। এক সময়ে প্লে-অফ খেলা নিয়ে চিন্তিত দল অাজ হল চ্যাম্পিয়ন। তবে কি সাকিবই দলের প্রান শক্তি ফিরিয়ে এনেছেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড টানা ১১ ম্যাচে জয়রাভ করে ফাইনালে এসেছিল গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু ফাইনালেই পেরে উঠল না শোহেব মালেকের দল। সাকিবের দল বার্বাডোসের কাছে রানে হেরেছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। সাকিব অাল হাসানের এটি সিপিএলের দ্বিতীয় শিরোপা। এর অাগে ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাকিব।
গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৭১ রান সংগ্রহ করে বার্বাডোজ। ফাইনালে জিততে হলে রেকর্ড গড়তে হত গায়না অ্যামাজনকে। কারণ এর আগে এত রান তাড়া করে সিপিএলের ফাইনাল ম্যাচ জেতেনি কেউ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন বার্বাডোসের ২ ওপেনার অ্যালেক্স হেলস এবং জনসন চার্লস। তবে দ্রুতই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বার্বাডোস।
দলীয় ৪৩ রানের মাথায় ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন অ্যালেক্স হেলস। ০ রানেই প্যাভিলিয়নে ফেরেন আরেক ব্যাটসম্যান ফিল সল্ট। তবে অন্য প্রান্ত থেকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন জনসন চার্লস। দলীয় ৭২ রানের মাথায় ২২ বলে ৩৯ রান করে ইমরান তাহিরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জনসন চার্লস।
ব্যাটিংয়ে নেমে হাল ধরেন সাকিব আল হাসান। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে বার্বাডোস। ৮ রান করে শাই হোপ এবং ১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক জেসন হোল্ডার। তবে দুঃখজনক ভাবে এই দিনে রান আউট হয়েছেন সাকিব আল হাসান।
১৫ বলে ১৫ রান করেন সাকিব। জোনাথন কার্টারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাকিব। তবে সাকিবের রান আউট পুষিয়ে দিয়েছেন জোনাথন কার্টার। ২৬ বলে তুলে নেন ফিফটি।
শেষের দিকে জোনাথন কার্টারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভালো পুঁজি পায় বার্বাডোস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে বার্বাডোস। জোনাথন কার্টার ২৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। দলীয় ১২ রানের মাথায় চন্দ্রপল হেমরাজের দুর্দান্ত একটি ক্যাচ ধরন সাকিব। ১ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন রেমন রেফার।
দলীয় ৩০ রানের মাথায় আরো একটি উইকেট তুলে নেন রেমন রেফার। এবার শিমরন হেটমায়ারকে ৯ রানে আউট করেন তিনি। দলীয় পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। গুরুত্বপূর্ণ ওই ওভারে সাকিব দেন মাত্র ৫ টি রান।
কিন্তু দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ব্র্যান্ডন কিং এবং শোহেব মালেক। তবে দলীয় ৫৩ রানের মাথায় ৪ রান করা মালিককে প্যাভিলিয়নে ফেরেন লেগ স্পিনার হ্যাডেন ওয়ালশ। তবে নিকোলাস পুরান কে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ব্র্যান্ডন কিং।
এদিন বল হাতে জ্বলে ওঠেন অ্যাশলে নার্স। তবে দলীয় ৭৯ রানের মাথায় ৪৩ রান করা ব্র্যান্ডন কিং এবং ৮৮ রানের মাথায় পুরানকে অাউট করেন অ্যাশলে নার্স। দলীয় ১০৪ রানের মাথায় শেরফেন রাদারফোর্ড অাউট হলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় সাকিবদের। ২ ওভার বোলিং করে সাকিব দেন ১৮ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D