মাধবপুরে ইউপি উপ-নির্বাচন: ৪ পোলিং এজেন্টের মোবাইল জব্দ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

মাধবপুরে ইউপি উপ-নির্বাচন: ৪ পোলিং এজেন্টের মোবাইল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চার পোলিং এজেন্টের মোবাইল জব্দ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের পোলিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে অবস্থান করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান চার প্রার্থীর পোলিং এজেন্টের মোবাইল ফোন জব্দ করেছেন।

প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তা জব্দ করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলামের হেফাজতে দেন।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীরের মৃত্যুর কারণে সোমবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে নৌকা প্রতীকে শেখ মোজাহিদ বিন ইসলাম, আদম খাঁ মোটরসাইকেল প্রতীক, সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীক এবং মহিউজ্জামান হারুণ আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ কেন্দ্রে ২১ হাজার ২৯৪ ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

ডেস্ক রিপোর্ট

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল