শ্রীমঙ্গলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

শ্রীমঙ্গলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

জানা যায়, রবিবার সকালে এলাকার পেয়ারা গাছের ডালে সাইফুলের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল প্রতিনিধি