১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যুবলীগের দুই চারজন ব্যাক্তির অপকর্মের দায় সমগ্র যুবলীগ নিতে পারে না।
তিনি বলেন, যাদের দ্বারা যুবলীগ আজ কলংকিত হয়েছে তাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে তিনি বার্তা দিয়েছেন অন্যায়কারী যে কোন দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, যুবলীগের সম্মেলন আগামী ২৩ নভেম্বর। সে সম্মেলনকে কেন্দ্র করে যুবলীগের চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে এবং আরও যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেও অব্যাহতির মধ্য দিয়ে আগামী সম্মেলনে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুবলীগ আবারও নবতর যাত্রা শুরু করবে।
দুদকে একজন সংসদ সদস্যের ব্যাংক হিসাব তলব সম্পর্কে তিনি বলেন, দুদক একজন এমপি নয় অনেকের ব্যাংক হিসাব তলব করতেই পারে। দুদককে আমরা স্বাধীন করে দিয়েছি।
তিনি বুধবার দুপুরে শেখ রাসেল পৌর অডিটরিয়াম কুড়িগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে তিনি নতুন এ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মো. জাফর আলী, যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, এডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D