ক্রিকেটারদের জন্য পানি টানলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

ক্রিকেটারদের জন্য পানি টানলেন প্রধানমন্ত্রী

খেলা চলাকালীন সময়ে বিরতিতে মাঠের খেলোয়াড়দের জন্য পানি বইয়ে নিয়ে যান একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা। পানি পানের বিরতিতে অতিরিক্ত খেলোয়াড়তের দৌঁড়াদৌঁড়ি চোখে পড়ে। পানি, হেলমেট, গ্লাভস, তোয়ালেসহ প্রয়োজনীয় জিনিস মাঠের ক্রিকেটারদের কাছে পৌছে দেন তারা। ঠিক এই কাজটি যদি একজন প্রধানমন্ত্রী করেন তাহলে সেটি কেমন দেখায়। অবিশ্বাস্য হলেও মাঠের ক্রিকেটারদের জন্য পানি বইয়ে নিয়ে যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করে শ্রীলঙ্কা ক্রিকেট দল। খেলা চলাকালীন পুরো সময় মাঠে ছিলেন অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি শুধু ক্রিকেটারদের সারাক্ষণ উৎসাহিতই করেননি, পানি পানের বিরতিতে নিজে ক্রিকেটারদের জন্য পানি বয়ে নিয়ে যান মাঠে৷ অজি ক্রিকেটারদের সঙ্গে হাই-ফাইভ করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে৷

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় এমন অবাক করা ছবি দেখা যায় মানুকা ওভালে৷ প্রধানমন্ত্রীকে পানির বোতল হাতে মাঠে নামতে দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শরীরি ভাষাতেও বিস্ময় প্রকাশ পাচ্ছিল৷

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

অজি প্রধানমন্ত্রী একজন ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষ৷ একাধিক ক্রিকেট ক্লাবের সঙ্গে জড়িত তিনি৷ নিজে খেলতে না পারলেও দলের জন্য স্বতঃস্ফূর্তভাবেই এমন কাজ করার সিদ্ধান্ত নেন তিনি৷

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তোলে৷ ওশাদা ফার্নান্ডো ৩৮, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৬ ও ভানুকা রাজাপক্ষে ২৪ রান করেন৷ ড্যান ক্রিশ্চিয়ান ২টি এবং পিটার সিডল ও ফাওয়াদ আহমেদ ১টি করে উইকেট নেন৷ জবাবে ব্যাট করতে নেমে প্রধানমন্ত্রী একাদশ ১৯.৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রান তুলে নেয়৷

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল