উই আর শকড : পাপন

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

উই আর শকড : পাপন

স্পোর্টস ডেস্ক :: আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর দ্রুতই সংবাদমাধ্যমে কথা বলেন সাকিব আল হাসান।  রাত সোয়া ৮টার দিকে বিসিবি কার্যালয়ে কথা বলেন তিনি। শাস্তি মেনে নিয়েছেন বলে জানান তিনি। এছাড়া এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বক্তব্য রাখেন। সাকিবের খেলতে না পারায় তিনি মর্মাহত হয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আইসিসির কাছে দেয়া বিবৃতি পড়ে শোনান সাকিব। তিনি বলেন ‘ভালোবাসার ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিন্তু ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করার শাস্তি আমি মেনে নিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে খেলোয়াড়দের ওপর নির্ভরশীল আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু কঠিন পরিস্থিতিতে নিজের দায়িত্ব আমি পালন করতে পারিনি।’

এছাড়া সাকিব আরও  বলেন, ‘বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও ভক্তদের মতো আমিও চাই খেলা দুর্নীতিমুক্ত থাকুক এবং আমি আইসিসির এসিইউর সঙ্গে শিক্ষা কর্মসূচিতে কাজ করতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন আমার মতো কোনও তরুণ খেলোয়াড় ভুল না করে।’

এছাড়া সকলের সমর্থন কামনা করে সাকিব বলেন, ‘ক্রিকেটাঙ্গনে আমি দর্শক-সমর্থকদের যেভাবে পাশে পেয়েছি, আপনারা যেভাবে শুরু থেকে আমাকে সমর্থন দিয়ে গেছেন সেভাবে পাশে থাকুন- এটাই চাই।’

অন্যদিকে নাজমুল হাসান পাপন তার বক্তব্যে  জানান, সাকিবের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘দুটো প্লেয়ারের বিকল্প আমাদের নাই। অধিনায়ক হিসেবে মাশরাফি আর প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প আমাদের নাই। অন্যসব প্লেয়ারের বিকল্প পেলেও সাকিবের মতো প্লেয়ারের বিকল্প আমারা পাবো কিনা জানি না। এবং সে বিশ্বসেরা খেলোয়াড় আপনারা সকলেই জানেন।’

এছাড়া তিনি আরও বলেন, ‘সাকিবের খেলতে না পারাই আমার কাছে সবচেয়ে বড় শকড, উই আর শকড। এবং আপনারা জানেন যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ সামনেই। এটা একটা প্রথম ভারতে আমরা সিরিজ খেলতে যাচ্ছি।, সব পরিকল্পনা সাকিবকে নিয়েই করা হয়েছিল।’

সাকিবের ওপর রাগ করেছেন জানিয়ে তিনি যোগ করেছেন, ‘এখন রাগ হচ্ছে যে কেন জানালো না (প্রস্তাব পাওয়া)। রাগটা এতক্ষণ প্রকাশ করিনি, তাকে সামনে পেয়ে বলেছি।’

এছাড়া সাকিব আইসিসিকে সহযোগিতা করেছে উল্লেখ করে পাপন বলেন, ‘সবাইকে বলতে চাই, আমি খুশি যে সাকিব স্বীকার করেছে। অবশ্য খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ দুর্নীতি বিরোধী ইউনিটকে পুরোপুরি সহযোগিতা করেছে সে।’

তবে বিসিবি এ ব্যাপারে কিছুই জানতে বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমরা কিছুই জানি না। তারা (দুর্নীতি বিরোধী ইউনিট) একেবারে আলাদা। শুধু সাকিবের সঙ্গেই ওরা দেখা করেছে। আমরা শুধু রেজাল্ট জানতে পেরেছি। দুই তিন দিন আগে ধর্মঘটের পর সাকিবই প্রথম বললো।’

সবশেষে সবাইকে সাকিবের পাশে থাকা উচিত উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমি মনে করি, সবাইকে সাকিবের পাশে থাকা উচিত। ওর ভেঙে পড়ার কোনও কারণ নেই। সবসময় বিসিবি পাশে থাকবে। খুব শিগগিরই ক্রিকেটে সে ফিরে আসবে এবং বাংলাদেশকে আরও ওপরে নিয়ে যাবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল