বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে লাশ হলো কিশোর

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে লাশ হলো কিশোর

১৪ বছরের কিশোর হৃদয় চন্দ্র দেবনাথ। মোটর গ্যারেজে কাজ করার সুবাদে মোটরসাইকেলও চালাতে পারতো। কিন্তু ওই মোটরসাইকেলই তার কাল হয়ে দাঁড়ায়। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর ট্রাকের ধাক্কায় নিহত হয় সে।

বুধবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় উপজেলার জাজিউতা গ্রামের নিতাই দেবনাথের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে হৃদয়ের সহপাঠী নরপতি গ্রামের মরম আলীর ছেলে রাজু আহমেদ।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, সহপাঠী রাজুকে নিয়ে হৃদয় মোটরসাইকেলে শ্রীকুটা থেকে চুনারুঘাট বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে উত্তর বজারের সুলিল নিবাসের সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় নিহত হয়। আহত হয় রাজু। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল