শাবি প্রেস ক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক কবীর

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

শাবি প্রেস ক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক কবীর

শাবি প্রতিনিধি::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০১৯-২০ কার্যকরী সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হোসাইন ইমরান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও সাধারণ সম্পাদক পদে মেহেদী কবির (যুগান্তর) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এএসএম সায়েম ও এসএম সাইদুর রহমান।

নির্বাচনে সহ-সভাপতি পদে আরাফ আহমদ (মানবজমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আফরান (সংবাদ), কোষাধ্যক্ষ মাসুদ আল রাজী (ডেইলী অবজারভার), দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে জিএম ইমরান হোসেন (ইত্তেফাক), নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও আব্দুল্লাহ আল মাসুদ (দেশ রুপান্তর) নির্বাচিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল