হবিগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

হবিগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের মাধবপুরে বিদেশি পিস্তলসহ মো. ফয়সল মিয়া নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোবাবার সকালে উপজেলার মনতলা তেমনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ফয়সল উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা তেমনিয়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল