১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলভীবাজারের কুলাউড়ায় আগমনের শত বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য ‘রবিরাগ’ অনুষ্ঠান উদযাপন করা হয়।
কুলাউড়া উদযাপন পরিষদের আয়োজনে কুলাউড়া স্বাধীনতা সৌধ কমপ্লেক্সে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো.আব্দুর রউফের সভাপতিত্বে উদযাপন পরিষদের সদস্য সচিব কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও যুগ্ম-সচিব বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রেনু, যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, সিপিবি নেতা খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি রেদওয়ান খান, সম্পাদক বদরুজ্জামান সজল, ঢাকাস্থ জালালাবাদ সমিতির যুগ্ম-সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে স্মারকস্তম্ভ উম্মোচন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রউফ। এছাড়া সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাওসার দস্তগীরসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
কুলাউড়া প্রতিনিধি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D