২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একসঙ্গে দুই বন্ধুর বিষপানের খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন নিহত ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাতে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে আমতলা গ্রামের আব্দুল মন্নানের ছেলে মোশাহিদ (২৪) ও নিতাই মিয়ার ছেলে জয়নাল (২৫) একসঙ্গে বিষপান করে। পরে তাৎক্ষণিক বাড়ির লোকজন দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে প্রেরণের পরামর্শ দেন। এরপর সেখান থেকে সিলেটে নেওয়ার পথে মোশাহিদ মারা যায়। এছাড়া জয়নাল বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল ইসলাম জানান, কী কারণে তারা উভয়ে বিষপান করেছে তা হতাহতদের পরিবারের সদস্যরা নিশ্চিত করতে পারেনি। তবে, জানা গেছে মেয়ের সঙ্গে প্রেমঘটিত বিষয়ের জেরে এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, নিহত মোশাহিদের মরদেহটি উদ্ধার করে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট প্রতিনিধি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D