“মাহির স্যারের জীবনে সফলতা যেন ফুরিয়ে না যায়”

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

“মাহির স্যারের জীবনে সফলতা যেন ফুরিয়ে না যায়”

একদিন অথবা একমুহুর্ত যিনি শিখান তিনিই শিক্ষিক। প্রিয় সুলতান ভাইয়ের কথায় পড়ালেখা ও সাংবাদিকতার পাশাপাশি হেক্সাস-এ আইএলটিএস এর জন্য যাই। সেখানে প্রথম দিন প্রথম ক্লাসে আমার সাথে পরিচয় হয় মাহির মাহমুদ স্যারের। বস্তুত আমি সবসময়ই সিরিয়াস থাকি। কেন জানিনা, তবে মজা-আড্ডা এসব আমার জীবনের এক অংশেও নেই। আমাকে শান্ত দেখে মাহির মাহমুদ স্যার বললেন, নাঈম ক্লাসে কথা বলতে হবে। মনে মনে আমি বললাম, স্যার কথা বললে সবাই চিন্তায় পড়ে যাবে। কারণ আমি সবসময়ই সিরিয়াস।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক স্ক্রল করছিলাম হঠাৎ দেখি সামনে আসলো মাহির স্যারের সফলতা নিয়ে শুভকামনা। তিনি গত ২৬ অক্টোবর হেক্সাস জিন্দাবাজার থেকে পরীক্ষা দিয়ে অভারঅল ব্যান্ড স্কোর ৮ পেয়েছেন। তিনি হেক্সাসেরই একজন শিক্ষক এবং খুবই প্রিয় শিক্ষক। কারণ তিনি সবাইকে হাসাতে পারেন। মোটিভেটেড করতে পারেন। শুভকামনা প্রিয় স্যার।

লেখক : মো.নাঈমুল ইসলাম
সাংবাদিক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল